গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জান। ৪২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ৪২৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।