বগুড়া শহরে বাড়িতে ঢুকে দাদি শাশুড়ি ও নাতবউ হত্যাকাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শহরের সাতমাথায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, গত বুধবার রাতে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় বাড়িতে ঢুকে দাদি শাশুড়ি লাইলী বেওয়া (৮৩) ও নাতবউ হাবিবা ইয়াসমিনকে (২১) গলা কেটে হত্যা করা হয়। এ সময় আহত হন হাবিবার ননদ বন্যা আক্তার। এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার সোহেল ইসলামের ছেলে সৈকত হাসানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। আমরা চাই, দ্রুত সৈকতের ফাঁসির রায় কার্যকর হোক।