কক্সবাজারের সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসানের (২২) সন্ধান ১৩ দিনেও মেলেনি। তাঁর সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, পর্যটন পুলিশ ও বেসরকারি সি-সেফ লাইফগার্ড। বাংলাদেশ বিমানবাহিনীও ড্রোন উড়িয়ে সাগরে তল্লাশি চালিয়েছে। তবু অরিত্রকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তাঁর বাবা-মা ও স্বজনরা। ৭ জুলাই সকাল পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের প্যাঁচার দ্বীপের হিমছড়ির সৈকত এলাকায় সাগরে নেমে ভেসে যান চবির তিন শিক্ষার্থী অরিত্র হাসান, কে এম সাদমান রহমান ও আসিফ আহমেদ। এর মধ্যে সাদমান ও আসিফের লাশ উদ্ধার করা হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) শাহিদুল আলম বলেন, ‘আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’