হবিগঞ্জে অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। মাধবপুর উপজেলার দরগাগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি অটোরিকশা। গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র্যাব। গ্রেপ্তাররা হলো-মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের অন্তর মিয়া, চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের নিলয় মিয়া ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের বিল্লাল মিয়া। র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আটকদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।