বগা মিয়া ও হারুন অর রশিদ। মাদক বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয় ১৫ ও ১৭ বছর আগে। এক মামলায় নুর মোহাম্মদ ওরফে বগা মিয়াকে তিন বছর এবং আরেক মামলায় হারুন অর রশিদকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা এড়াতে এত বছর পলাতক ছিলেন তারা। তবু শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন দুজনই। সোমবার গভীর রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।