স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছেই। ডিপিপি অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন চেয়ে গতকালও তারা ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিক, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বক্তারা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদনে ক্রমাগত কালক্ষেপণে হতাশ ও ক্ষুব্ধ তারা। এ কারণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের সব কর্মসূচি বয়কট করে আন্দোলন শুরু করেছেন। একাদশতম দিনেও তারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে দাবি জানিয়ে যাচ্ছেন। দুঃখের বিষয়, সরকারের তরফ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আশা করব, দ্রুতই সরকার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন এবং দ্রুত বাস্তবায়ন করবে। না হলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন অব্যাহত থাকবে।