চান্দপুর। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতীর পাড় ঘেঁষা একটি গ্রাম। সবুজ ছায়া ঢাকা গ্রামটি পাখির কলকাকলিতে মুখর। গ্রামে প্রবেশ করলে অন্য ১০টি গ্রাম থেকে এটিকে আলাদা মনে হবে। বিশেষ করে সন্ধ্যায় সড়ক বাতির আলোয় চারপাশ আলোকিত হয়ে থাকে। সড়কের পাশে লাগানো হয়েছে সুপারিসহ বিভিন্ন গাছ। নদীর বাঁধ মেরামতে বস্তা ফেলা হয়েছে। সড়ক ভেঙে গেলে নিজেরাই মেরামতে নেমে যাচ্ছেন। গ্রামের সাতটি কবরস্থান বিভিন্ন সময় পরিচ্ছন্ন ও মেরামত করছেন তরুণরা। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জসিম উদ্দিন বলেন, তরুণরা আমাদের একত্র করেছে। এখন সুখে দুখে গ্রামের মানুষের পাশে এসে দাঁড়াতে পারছি।’ গ্রামের গঙ্গামণ্ডল মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমীর হোসেন বলেন, ‘তরুণদের আলোয় গ্রাম আলোকিত হচ্ছে। ’