তান্ত্রিক শক্তিতে পরিবারের সদস্যদের শারীরিক এবং ব্যবসায়িক ক্ষতি করায় ক্ষোভ থেকে ফটিকছড়ির কবিরাজ আবুল মনছুরকে (৪৮) গলা কেটে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর পুলিশকে এমন তথ্য দিয়েছেন অভিযুক্ত আবু মুছা। তিনি ফটিকছড়ির ভূজপুর কোরবান আলীর নতুন বাড়ির আহমদ ছফার ছেলে। গত শনিবার ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আবু মুছা পুলিশকে জানান, ৬ আগস্ট রাত ৯টার দিকে তিনি এক সঙ্গীসহ চিকিৎসা নেওয়ার কথা বলে তান্ত্রিক আবুল মনছুরের ঘরে ঢোকেন। সুযোগ বুঝে দা দিয়ে মনছুরকে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যান।
গত শুক্রবার নিহতের লাশ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়। আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের খামারিপাড়ার শফি আলমের ছেলে। ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, আবুল মনছুর হত্যা মামলার অন্যতম আসামি আবু মুছাকে গ্রেপ্তার করা হয়েছে। তিান হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।