নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল কিশোরীর বড় ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাছে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে খালাত বোনের স্বামী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাসা থেকে নিয়ে যায়। বাড়ির কিছুটা দূরে পশ্চিম নয়ামাটি রেললাইন এলাকায় এক বাড়ির কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় মেয়েটিকে। বিষয়টি জানাজানি হলে কশোরীর পরিবার থানায় অভিযোগ করে।