বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে বালিয়াকান্দি সদর, নবাবপুর ইউনিয়নের সোনপুর ও ইসলামপুর ইউনিয়নের মহারাজপুরে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক। এ সময় বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান শাহিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিকুজ্জামান লিটনসহ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে সোনাপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।