বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে হরতালসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি। শনিবার জেলা শহরের ধানসিঁড়ি মিলনায়তনে আয়োজিত এক জরুরি সভা শেষে এ কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী, গতকাল বিক্ষোভ মিছিল, সোমবার হরতাল, মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার হরতাল পালিত হবে। সর্বদলীয় সম্মিলিত কমিটি জানায়, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি আসনে নামিয়ে আনে। পাশাপাশি তিনটি আসনেই নতুন নতুন উপজেলা সংযুক্ত করে সীমানা সম্পূর্ণ পাল্টে দেয়। ইসির সিদ্ধান্ত অযৌক্তিক ও বেআইনি। ইসি জেলাবাসীর ন্যায্য দাবি উপেক্ষা করেছে।
দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। কিন্তু গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া প্রস্তাবে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন রাখার প্রস্তাব দেয় নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি। এরই মধ্যে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পরিবর্তনের মাধ্যমে তিনটি আসন বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এরই প্রতিবাদে নতুন এ কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে ভাঙ্গা উপজেলাকে বিভক্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভাঙ্গা বিশ্ব রোড মোড়ে এক্সপ্রেসওয়েতে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        