রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি থেকে পাঁচবাড়ী হয়ে দেলুয়াবাড়ী পর্যন্ত ৪ কিলোমিটার গ্রামীণ সড়কের কার্পেটিং এক মাসের মাথায় হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কাজের নিম্নমানের কারণে এমন অবস্থা। সড়কটি সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে। খরচ হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করেছে চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সেপ্টেম্বর (চলতি মাস) পর্যন্ত সময় বাড়ানো হয়। সরেজমিন দেখা গেছে, সড়কের পিচ কার্পেটিং ঠিকমতো জমাট হয়নি। স্থানীয়রা অভিযোগ করেন, মাটি লেভেল করা হয়নি। ইটখোয়া, বালু বা কুচি পাথর ঠিকভাবে বসানো হয়নি। সরাসরি পিচ ঢালাই করা হয়েছে। ফলে ছোটখাটো যানবাহনের চাপেই সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় মাসুদ রানা বলেন, ‘পা দিয়ে চাপ দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। নতুন সড়কে এমন হওয়ার কথা না। আমরা কাজ চলাকালে প্রতিবাদ করেছি, কাজ হয়নি।’ ইয়াসিন আলী বলেন, ‘পরিমাণমতো উপকরণ ব্যবহার না হওয়ায় সড়কের পিচ উঠে যাচ্ছে। ট্রাক চললে সড়ক পুরোপুরি নষ্ট হবে। ভারী বৃষ্টিতেও পিচ থাকবে না।’ দেলুয়াবাড়ী এলাকার বাসিন্দা আবু বাক্কার বলেন, ‘৩ কোটি টাকার সড়ক মাস না ঘুরতেই বেহাল।’ তিওরকুড়ি এলাকার বাসিন্দা আনজুয়ারা বেগম বলেন, ‘পিচ ঢালাইয়ের আগে মাটি ঠিকমতো রোলিং করা হয়নি। ধুলাবালির ওপরই ঢালাই করা হয়েছে।’ দুর্গাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ দাবি করেছেন, সড়কটি ঠিকঠাক নির্মাণ করা হয়েছে। কাজ খারাপ হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘সড়কের পিচ কার্পেটিং উঠে যাচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। উপজেলা প্রকৌশলীকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নির্মাণে ত্রুটি ধরা পড়লে ঠিকাদারকে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হবে।’
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
মাস ঘুরতেই বেহাল ৩ কোটি টাকার সড়ক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর