গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত এবং দুজন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে বাসের ধাক্কায় যুবক ও অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ এবং মাদারীপুরে বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- গাজীপুর : কালীগঞ্জে ড্রাম ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের কালীগঞ্জ পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর সুকন্দি এলাকার অলিউল্লাহ (৪০), সিরাজগঞ্জের তানিম (৪) ও ময়মনসিংহের আবু তালেব (২৭)।
চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- উপজেলা এলাকায় বাসের ধাক্কায় আবদুল খালেক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খালেকের বাড়ি একই উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মাইলের মাথা এলাকায়। অন্যদিকে হাটহাজারী উপজেলায় বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অলি আহমেদ (৭৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ইমাম শেরেবাংলা (র.) মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অলি আহমেদ পৌরসভার আজিমপাড়া এলাকার বাসিন্দা।
মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।