নেত্রকোনায় বেড়েছে পানিতে ডুবে মৃত্যু। মৃতের অধিকাংশই শিশু। জেলার গ্রামপর্যায়ে প্রতি বছর অনেক শিশু মারা যায় পানিতে ডুবে। হাসপাতালের হিসাবমতে গত ছয় মাসে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিতে ডুবে মৃত্যুর জন্য স্বজনদের অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। নেত্রকোনার হাওড়াঞ্চলসহ প্রায় সব উপজেলায় সারা বছরই পানিতে ডুবে শিশু মারা যায়। এর মধ্যে মৃত্যুঝুঁকি বেশি কলমাকন্দা উপজেলায়। জেলা সিভিল সার্জনের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত পানিতে ডুবে পূর্বধলায় ১০, দুর্গাপুরে ২, কলমাকান্দায় ৭, বারহাট্টায় ৬, মোহনগঞ্জে ৮, খালিয়াজুরীতে ৩, মদনে ১, আটপাড়ায় ১, কেন্দুয়ায় ২ ও সদর উপজেলায় মারা গেছে ১০ জন। জুনের পরও ঘটেছে পানিতে একাধিক মৃত্যু। সবশেষ ২৪ সেপ্টেম্বর কেন্দুয়ার মাসকা গ্রামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। ১২ সেপ্টেম্বর খালিয়াজুরীর ধনু নদে মৃত্যু হয়েছে তিন শিশুসহ চারজনের। ৯ আগস্ট আটপাড়ায় বাড়ির সামনে পুকুরে ডুবে তিন বছরের এবং ২৬ আগস্ট কলমাকান্দায় দেড় বছরের এক শিশু মারা গেছে। শুধু জুলাই-আগস্টে জেলায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মৃতের সংখ্যা গত এক মাসেই প্রায় ১৫। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) আল মামুন জানান, পানিতে ডুবে মৃতের বেশির ভাগ দেড় থেকে পাঁচ বছর বয়সের। দুর্ঘটনাগুলো বেলা ১১টা থেকে দুপুরের মধ্যে বেশি ঘটে। অভিভাবকরা যখন পারিবারিক কাজে ব্যস্ত থাকেন, তখন পানিতে ডুবে প্রাণহানি বেশি ঘটে। পানি দুর্ঘটনা রোধে সবার সচেতন হওয়া বেশি জরুরি বলে মনে করেন তিনি।
শিরোনাম
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
বেড়েছে পানিতে ডুবে মৃত্যু
জানুয়ারি-জুন ৫০ প্রাণহানি অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর