বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নিয়মবহির্ভূতভাবে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড অনুমোদন দিয়েছে এমন অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা দল। শনিবার ঝিনাইদহ আইনজীবী সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান ল কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, গত ৫ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়, জেলা কমান্ড গঠন করতে হবে উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে। এ ছাড়া বিগত সরকারের ঘনিষ্ঠ সহযোগী কিংবা অবৈধ সুবিধাভোগীদের বাদ দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু সব নির্দেশনা উপেক্ষা করে ঝিনাইদহ জেলা কমান্ড গঠিত হয়েছে।
অনুমোদিত কমিটির ১ নম্বর আহ্বায়ক, ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব- এই তিনজনের কেউই উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নন।
জেলার পক্ষ থেকে চারটি কমিটি জমা দেওয়া হলেও প্রস্তাবিত তিন কমিটির কাউকে না জানিয়ে গোপনে একটি প্যানেল থেকে কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান জেলা কমান্ড অবৈধ। অবিলম্বে এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে। নইলে যেকোনো পরিস্থিতির দায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকেই নিতে হবে।