গাজীপুরে অবৈধ অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ উদ্ধার করা হয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি। গতকাল আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে মহানগরের ধীরাশ্রম এলাকায় ডাকাতির ঘটনায় গতকাল ভোরে রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকা থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেপ্তার করে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। বৃহস্পতিবার রাতে ধীরাশ্রমে আবদুল সোবহানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।