বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- মসলেন্দপুর গ্রামের মামুন ও স্বপন এবং বিশনন্দী গ্রামের রফিকুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে একদল চোর মসলেন্দপুর পশ্চিমপাড়া গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেন।