বন্দর উপজেলায় সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর (৫৫) নামে এক হোসিয়ারি শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ঢামেকে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার উপজেলার শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।