সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরি-পাঁচিল বাজার আঞ্চলিক সড়কে নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে। এতে চার ইউনিয়নের ১৪টি গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংযোগ সড়ক মেরামতের দাবিতে গ্রামবাসী মানববন্ধনসহ নানান কর্মসূচি পালন করেছে। জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় আট মাস আগে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে। ব্যয় হয় ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার টাকা। এরপর গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা ও কাবিটা) প্রকল্পের আওতায় করা হয় সংযোগ সড়ক। স্থানীয়দের অভিযোগ, রড ছাড়াই নিম্নমানের ইট ও বালু ব্যবহার করে নামমাত্র গাইড ওয়াল দিয়ে সংযোগ সড়কটি করা হয়েছে। কাজ মানসম্পন্ন না হওয়ায় নির্মাণের এক মাস না যেতেই সংযোগ সড়কটি ধসে পড়েছে। অনুপযোগী হয়ে পড়েছে যান চলাচল। এলাকাবাসী দ্রুত সংযোগ সড়ক ও গাইড নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় জয়পুরা গ্রামের আবু তাহের জানান, সেতুটি নির্মাণের সময় শিডিউল অনুযায়ী পাইলিং করা হয়নি। পানির মধ্যে দায়সারা ভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে। মাত্র এক মাস আগে নির্মিত সংযোগ সড়ক কয়েক দিনের বৃষ্টিতেই ধসে গেছে। এই সড়ক দিয়ে এখন যানবাহন চলাচল-তো দূরের কথা ও হাঁটাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় শিক্ষার্থী রবিন ও রাসেল জানায়, সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় স্কুল ও কলেজে যাতায়াতে সমস্যা হচ্ছে। অনেক সময় ভাঙা স্থানে পড়ে বই-খাত ও পোশাক নষ্ট হচ্ছে। স্থানীয় আল আমিন ও আমিরুল ইসলাম বলেন, সেতুটি নির্মাণের শুরুতেই ঠিকাদারকে শিডিউল অনুযায়ী কাজ করতে বলা হলেও তা করেননি। পানির মধ্যে ২০ ফুটের কম পাইলিং কওে সেতু নির্মাণ করা হয়েছে। এরপর নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে সংযোগ সড়ক। পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এসব অনিয়ম করা হয়েছে অভিযোগ তাদের।
প্রকল্পের সভাপতি ও কৈজুরী ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য শাহজাহান আলী বলেন, নিয়ম অনুযায়ী কাজ করেছি। বিলও তোলা হয়েছে। বৃষ্টির কারণে সংযোগ সড়ক ভেঙে গেছে। আমাদের কিছু করার নেই। শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল কালাম আজাদ বলেন, ‘সেতুটি আগের পিআইওর সময়ে হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার সময়ে করা সংযোগ সড়ক অতিবৃষ্টির কারণে ধসে গেছে। নতুন বরাদ্দ পেলে সংস্কার করা হবে।’ ইউএনও মো. কামরুজ্জামান জানান, গাইড ওয়ালের পাশের মাটি সরে যাওয়ায় সংযোগ সড়ক ভেঙেছে। ঠিকাদারকে মেরামতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।