সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া মাদারীপুর, বগুড়া, মেহেরপুর ও ফরিদপুরে দুই ছাত্রদল নেতাসহ নিহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর
সিরাজগঞ্জ : সোমবার রাতে সিরাজগঞ্জের র্যাব-১২ কার্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে ও উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড় এলাকায় আরেক ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বহুতি গ্রামের হান্নান খান ও তার মেয়ে হাফসা খাতুন এবং শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের নুর নবী হোসেন।
মাদারীপুর : সোমবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান ও মুজিবুল হক দুর্জয়।
বগুড়া : শেরপুরের ছোনকা এলাকায় সোমবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কালাম বিশ্বাস নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।
মেহেরপুর : গাংনী উপজেলার সাহারবাটি ইবাদতখানা এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মোখলেচুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী।
বোয়ালমারী (ফরিদপুর) : বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের গতকাল বাসের ধাক্কায় শাহানুর বাবু (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থীর নিহত হয়েছেন।