মেহেরপুরে গতকাল স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। একই দিন টাঙ্গাইল ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ আরও পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
মেহেরপুর : মেহেরপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাবির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার কাথুলি-ষোলমারি রাস্তার ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফারহানা ওয়াহেদ অমি খাতুন (২২)। তিনি মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রামদাসপুর ভিটিরমাঠ গ্রামের স্কুলশিক্ষক রাহিনুল ইসলামের স্ত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাহ উদ্দিন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী। গতকাল দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যাইনি। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, নিহত ওই তিন বাসযাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস অন্য একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ১২ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার বেগম (৪৩) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লোডা গ্রামের আবু হানিফ গাজীর মেয়ে রাবেয়া আক্তার (৮)। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।