গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে সোনিয়া খাতুন (২১) নামে ‘হানি ট্র্যাপ’ চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে শনিবার গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খুরশাল গ্রামের বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলেন সোনিয়া খাতুন। ২০ অক্টোবর একটি কাজি অফিসে ১ লাখ টাকা দেনমোহর ধার্য করে ১০ হাজার টাকা নগদ নেন সোনিয়া ও তার সঙ্গে থাকা ৪-৫ জন সহযোগী।