বাগেরহাট কারাগারে আটক বাবুল দাস (২৫) নামে ভারতীয় এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে কারাসূত্রে জানা গেছে। গতকাল তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বাবুল দাস পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার নির্মল দাসের ছেলে। কারাগারের সুপার মোস্তফা কামাল জানান, ‘১৫ জুলাই বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বাবুল দাসসহ ৩৪ ভারতীয় জেলেকে মোংলা থানায় সোপর্দ করে কোস্টগার্ড।