দেশের বিভিন্ন স্থান থেকে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য মো. শাহ আলম নান্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার দুবলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ আলম উপজেলার চুপিনগর বড়বাড়িপাড়ার আবদুল রশিদ প্রামাণিকের ছেলে।
একই দিনে শাজাহানপুরের আড়িয়া বাজার এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীবকে গ্রেপ্তার করা হয়। আহসান হাবীব উপজেলার টেকুরগাড়ী গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল বলে জানান শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক।
সিলেট : কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার : টেকনাফ থানা পুলিশ গতকাল পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- টেকনাফের নুরুল হুদা এবং রশিদ মিয়া।