মাদারীপুরে ডাকাতের হামলায় মোসলেম মুন্সী (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
শিবচরের শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বাড়ির সিঁধ কেটে চার ডাকাত প্রথমে ঘরে ঢোকে। বিষয়টি টের পেয়ে বাড়ির গৃহকর্তা বৃদ্ধ মোললেম মুন্সী চিৎকার করলে তার ছেলে সোহেল মুন্সী ঘরে ঢুকলে ডাকাতদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ডাকতরা পালিয়ে যাওয়ার সময় ওই বৃদ্ধের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাধা দিতে আসলে তার ছেলেসহ দু’জনকে কুপিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ডাকাতদল ঘরের ভেতর থাকা টাকা-পয়সা কিংবা মালামাল নিতে পারেনি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন