কিশোরগঞ্জে এবার চার লাখ ৫৬ হাজার ৩০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৪ নভেম্বর জেলার ১৩টি উপজেলার দুই হাজার ৯২৬টি স্পটে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মুখলেছুর রহমান। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন সফল করতে ২১ হাজার ৮৪৬ জন কর্মী নিয়োজিত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/শরীফ