দিনাজপুরের কাহারোলে কালীপুজার অনুষ্ঠান চলাকালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত হামলা চালিয়ে ৭ ভরি রুপা এবং ২০ভরি স্বর্ণাঙ্কার লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাবার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এতে ৪ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে কাহারোল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় কাহারোল উপজেলার ডাবোর ই্উনিয়নের উত্তর মহেশপুর কালিরহাট কালিপুজার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাহারোল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আষাড়– রায় (৫৫), রঞ্জিত দেব শর্মা (৫৭), ধনাই মার্ডি (৬০), কালি মন্দির কমিটির সভাপতি ননী গোপাল দেব শর্শা (৬০)।
এদের মধ্যে ননী গোপাল দেব শর্মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্দিরের সেবায়েত উত্তর মহেশপুর গ্রামের হরেন দেব শর্মার পুত্র নৃপেন্দ্র দেব শর্মা জানান, কালিপুজা উপলক্ষে মন্দিরে ৩দিন ব্যাপী পুজা-অর্চনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দ্বিতীয় দিন বুধবার রাত আনুমানিক ৩টায় ১০/১২জনের একদল অজ্ঞাত দুর্বৃত্ত হামলা চালিয়ে ৭ভরি রুপা ও ২০ভরি স্বর্ণাঙ্কার লুট করে পালিয়ে যায়। যাবার সময় তারা বেশ কয়েটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ৪জন আহত হয়েছেন।
সহকারী পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) সুজন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাহারোল থানার ওসি মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ