চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের এক নেতা ও এক কর্মীসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পাঁচ উপজেলায় বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশংকায় এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও নাচোলের একজন জামায়াত কর্মী। অন্যান্যদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত, ২ জন নিয়মিত মামলার এবং ৫৪ ধারার আসামী ২ জন ও ১৫১ ধারার একজন আসামী। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/শরীফ