বাবা-মাকে হত্যার অভিযোগে ঐশীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলেও এ রায় মেনে নিতে পারছেনা তার পরিবার। রায়ের পর স্থানীয় সাংবাদিকদের ঐশীর চাচা মশিহুর রহমান বলেন, এ রায় আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিনা। তাকে ফাঁসানো হয়েছে। উচ্চ আদালতে আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব।
এসবি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার মামলার প্রধান আসামী তাদের একমাত্র কন্যা ঐশী রহমানের ফাাঁসির আদেশ দিয়েছেন আদালত। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাংকান্দা গ্রামে।
ঐশীর চাচা মশিহুর দাবি করেন, হত্যাকাণ্ডের সাথে ঐশী সরাসরি জড়িত নয়। তার বন্ধুরাই এ হত্যাকাণ্ডের জন্য দায়ী। প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে তিনি বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব। তিনি আরো জানান, এ আদেশের পরপরই মানসিকভাবে ভেঙে পড়েছেন ঐশীর দাদী মুকছেদা খাতুন (৭০)।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব