নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত একজনসহ ৬ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে জেল হাজতে প্রেরণ করে।
অন্যদিকে, নাশকতা মামলার অভিযোগে জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনসহ ১৪ নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে বেগমগঞ্জ বিচারিক আদালত।
এর আগে, বুধবার আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন প্রার্থনা করেন। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক সত্যতা স্বীকার বলেন, মাদকের অভিযোগে ১ মাসের সাজাপ্রাপ্ত একজনসহ ৬ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব