কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের লাল ব্রীজ এলাকায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা সুপার নিহত ও নারী-শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এহেছানুল হক বদরী পূর্ব বড়ভেওলার জয়নাল আবেদিন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার এবং বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বদরখালী থেকে চকরিয়াগামী একটি অটোরিকশার সঙ্গে লাল ব্রীজ এলাকায় বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা শিশুসহ ছয় যাত্রী গুরুতর আহত হয়। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা মাদ্রাসা সুপার এহেছানুল হক বদরীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পারভিন আকতার (৩০) ও তার কন্যা সাফা মারওয়া (৩), মুন্নি আকতার (২৯) এবং ফেরদৌসি বেগমকে (৩১) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপর যাত্রী মো. নেছার উদ্দিন (৪০) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান বলেন, 'দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে, তবে চালকেরা পালিয়ে গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ