নাজিরহাট পৌর এলাকায় রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি বিপনী বিতানের ৪২ দোকান গুড়িয়ে দিয়েছে। এ অভিযানে চট্টগ্রাম জেলা পরিষদের মালিকানাধীন বিপুল ভূসম্পদ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
জানা যায়, দীর্ঘ ৫ দশক ধরে একটি প্রভাবশালী মহল চট্টগ্রাম জেলা পরিষদের কেনা ৯৬ শতক ভূমি অবৈধ দখলে নেয়। এ ভূসম্পদে তারা প্রভাব বিস্তার করে আইন এবং উচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে অবৈধ স্থাপনা গড়ে তোলে। প্রশাসন আদালতের রায়ের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নেয়ার জন্য বারবার নোটিশ প্রেরণ করলেও গায়ের জোরে বিপনী বিতান গড়ে তোলে। আদালতের রায়ের প্রেক্ষিতে জেলা প্রশাসন একপক্ষ কিছুদিন আগে প্রথম দফায় কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। এরপরেও প্রভাবশালীরা বিপনী বিতানের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখে।
উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে রবিবার সকালে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জামিরুল ইসলামের নেতৃত্বে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত এ বিপনী বিতানের ৪২ দোকান গুড়িয়ে দেয়। অভিযান চলাকালে জেলা ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৫/ রশিদা