মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে রবিবার রাতভর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ আলাদাভাবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এদের মধ্যে জিআর মামলায় তিন, সিআর মামলায় দুই, নিয়মিত মামলায় দুই ও ভ্রাম্যমাণ আদালতে সাজার আদেশপ্রাপ্ত এক আসামি রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আজ সোমবার দুপুর নাগাদ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ