নওগাঁর আত্রাই উপজেলার গোপালবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. শাকিব হোসেন (১০) ও রনি মন্ডল (১১) নামে দুই স্কুলছাত্র গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। তারা ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
তাদের মধ্যে শাকিব পাশের তেজনন্দী গ্রামের প্রবাসি বাবলু প্রামানিকের ছেলে ও রনি বাকিওলমা গ্রামের কাজেম আলী মন্ডলের ছেলে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পাওয়ায় ওই দুই ছাত্রদের পরিবার শঙ্কিত হয়ে পড়েছে।
জানা গেছে, গত বুধবার স্কুল শেষে ওই দিন বিকালে তারা দুই বন্ধু মিলে গ্রামের পাশে বিপ্রোবোয়ালিয়া বাজারে বেড়াতে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উভয় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলাতে পারেনি।
এ ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার সন্ধ্যায় আত্রাই থানায় পৃথক পৃথক দু'টি জিডি দায়ের করেছে। এ ব্যাপারে আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী দুই স্কুল ছাত্র নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের সন্ধানে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ