টাঙ্গাইলে আজ সোমবার বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
আজ সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে শোক র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবী চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে 'বাঙ্গালির আত্ম পরিচয়, বাঙ্গালি জাতীয়তাবাদ ও বুদ্ধিজীবীর দায়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ