ঝিনাইদহ-যশোর সড়কের রহমতপুর ভাগাড় এলাকায় আজ সোমবার দুপুরে বাস চাপায় জামিরুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
নিহত জামিরুল কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাইওয়ে থানায় ড্রাইভার হিসাবে কর্মরত এবং কুষ্টিয়া জেলার মীরপুর থানার সন্দাগ্রামের মৃত তানজেল হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান,বেলা ১২টার দিকে পুলিশ কনস্টেবল জামিরুল ইসলাম বারোবাজার হাইওয়ে থানার অন্তগর্ত রহমতপুর ভাগাড় এলাকায় ডিউটি করছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা-মেহেরপুরগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। বাসটি আটক করে বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৫/ রশিদা