কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস থেকে ৪০ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার নগরীর ফিশারিঘাট এলাকার মেরিনার্স সড়ক থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, সোমবার কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। ফিশারিঘাট এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গাড়িটি তল্লাশি করলে কম্বলের ভাঁজে ৪০ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির এক লাখ ১০ হাজার টাকা পান। আটক করেন সেলিম (৪০) ও তার স্ত্রী মুন্নিকে (২৫)। সেলিম নিজেকে বেসরকারি গাজী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন। তার কাছে গাজী টিভির ভিজিটিং কার্ড ও পরিচয়পত্র পাওয়া গেছে। আটক দুইজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৫/ রশিদা