গোপালগঞ্জে বাসচাপায় নিহত মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লাকে (৬৫) দেখতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন সহযোদ্ধা হাসমত আলী (৬৬)।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি।
তিনি কাঠি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। নিহত দুই মুক্তিযোদ্ধার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে।
সোমবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি বাজার এলাকায় একটি বাস রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে গেলে মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লা নিহত হন। খবর পেয়ে বিকেল ৫টার দিকে সহযোদ্ধা হাসমত আলী তাকে দেখতে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় পৌঁছার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ