ফেনীর সোনাগাজীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনীর প্রধান নুরুল আফসার গুলিবিদ্ধ হয়েছেন। পরে র্যাব তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে। সোমবার সকালে সোনাগাজীর চরচান্দিনা ইউনিয়নের ধান গবেষণা কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে। এসময় একাধিক দেশি-বিদেশি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, নুরুল আফসার সোনাগাজী উপকূল অঞ্চলের ত্রাস ও জলদস্যু আফসার বাহিনীর প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরচান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আফসার ও তার বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে নুরুল আফসার গুলিবিদ্ধ হয়। র্যাব তাকে আহত অবস্থায় গ্রেফতার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে। র্যাব ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ধামা ও ছোরা উদ্ধার করেছে।
র্যাব আরো জানায়, জলদস্যু আফসারের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। সে উপকূল অঞ্চলের ত্রাস। দীর্ঘদিন ধরে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল।
ফেনী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধাকায়ক ডা. সারওয়ার জাহান জানান, গুলিবিদ্ধ আফসারের বাম পায়ে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ