সদ্য অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জের ৬ পৌরসভায় বিএনপির ১জন, জাতীয় পার্টির ২জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২জন, বাসদের ১জন, জাসদের ১জন, এনপিপি ১জন ও স্বতন্ত্র ৩জনসহ মোট ১১ মেয়র প্রার্থী তাদের জামানাত হারিয়েছেন।
নিয়ম অনুযায়ী মোট ভোটারের ৮ভাগের ১অংশের কম ভোট পেলে প্রার্থী তার জামানত হারাবেন। এ হিসেবে সিরাজগঞ্জ পৌরসভায় ৭জন মেয়র প্রার্থীর মধ্যে ৫জনই জামানত হারিয়েছেন। এরা হলো-টি.আর.এম. নুর-ই-আলম হেলাল (স্বতন্ত্র-প্রাপ্ত ভোট- ৬৫০৯), নবকুমার কর্মকার (বাসদ-প্রাপ্ত মোট-৩০০), নাজমুল হক মুকুল (জাসদ-প্রাপ্ত ভোট- ৮৫৭), মির্জা ফারুক আহমেদ (জাতীয় পার্টি-প্রাপ্ত ভোট-৬৬১) ও সাইফুল ইসলাম (এনপিপি-প্রাপ্ত ভোট-২৬৪)।
বেলকুচি পৌরসভায় ৩জন প্রার্থীর মধ্যে রেজাউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ-প্রাপ্ত ভোট-৬৯৩) জামানাত হারিয়েছেন।
শাহজাদপুর পৌরসভায় ৫জন প্রার্থীর মধ্যে ৩জন জামানত হারিয়েছেন। এরা হলো- ভিপি আব্দুর রহিম (স্বতন্ত্র-প্রাপ্ত ভোট-৩৯৪৩), নুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ- প্রাপ্ত ভোট-২৫৭), রফিকুল ইসলাম (জাতীয় পার্টি-প্রাপ্ত ভোট-৮৬) জামানত হারিয়েছেন।
কাজিপুর পৌরসভায় ৩জন প্রার্থী মধ্যে ২জন জামানাত হারিয়েছেন। এরা হলো- মাসুদুর রহমান (বিএনপি- প্রাপ্ত ভোট-৮৪) ও আব্দুস সালাম (স্বতন্ত্র- প্রাপ্ত ভোট-১৭৩) জামানত হারিয়েছেন।
জেলা নির্বাচন কমিশন আব্দুর রহিম জানান, প্রতিটি পৌরসভার মোট ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে প্রার্থী তার জামানাত হারাবে। এ হিসেবের মধ্যে যারা পড়েছে তাদের জামানত ফেরত পাবে না।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন