ফেনীতে পৃথক অভিযান চালিয়ে র্যাব ৩টি বিদেশি পিস্তলসহ ৪ জনকে আটক করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাবের ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ফেনীর বারাহিপুর মজল হকের বাড়ি থেকে এনামুল হক নামের এক সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তল ১ রাউন্ড পিস্তলের ও ৪ রাউন্ড রিভলবারের গুলিসহ আটক করেন।
এছাড়া বুধবার ফেনীর মোহাম্মদ আলি থেকে ২টি বিদেশি পিস্তুলসহ মোঃ ইসমাইল হোসেন দুলাল (৩১), আনোয়ার ভূঁইয়া সুমন (৩৬) ও মোঃ মীর হোসেন (৫০)কে আটক করেছে। পরে তাদের ফেনী থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন