৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক চলছে। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় এ পথ দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, প্রজাতন্ত্র দিবসে ভারতে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ রয়েছে। এ বিষয়টি তারা বাংলাদেশ কাস্টসম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে। তাই আজ মঙ্গলবার আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বুধবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি চলবে।
একই কথা বলেছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু জাহেদ মিয়া। তিনি জানান, সোমবার বিকেলে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ আমদানি-রফতানি বন্ধ থাকার কথা পত্র দিয়ে জানান। ফলে মঙ্গলবার সকাল থেকে এ পথে আমদানি-রফতানি হবে না।
এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় উভয় দেশের বন্দরে পচনশীল পণ্যের ট্রাকসহ শত শত শিল্পকারখানার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন জানান।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব