বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার দুপুরে ইবি রোডস্থ দলীয় কার্যালয়ের কাছ থেকে মিছিলটি বের হয়ে শহরের আইআই কলেজ রোড হয়ে হোসেনপুরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে যুবদলের সভাপতি আবু সাঈদ সুইটের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সহ-সভাপতি রবিউল ইসলাম রুপক, কোষাধ্যক্ষ মনারুল ইসলাম নিপু, শহর যুবদলের সভাপতি রেজাউল জোয়ারদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল আব্বাস, স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্র ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে হাসিল করতেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে দেশের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব