নওগাঁয় ৩টি বিদেশী পিস্তল ও গুলি রাখার দায়ে অস্ত্র আইনে হোসেন আলী (৪২) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অস্ত্র আইনে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। উভয় সাজা যুগপৎভাবে চলবে।
আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর ষ্পেশাল ট্রাইব্যুনাল-১ ও জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আলহাজ্ব মোঃ আরিফুর রহমান জনাকীর্ন আদালতে দীর্ঘ শুনানী শেষে রায় দেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামী হোসেন আলী মন্ডল নওগাঁ সদর উপজেলার শালুকা মন্ডলপাড়া গ্রামের মছির উদ্দীন মন্ডলের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ২০১৩ সালের ৯ নভেম্বর বিকেলে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নওগাঁ সার্কেলের পরিদর্শক সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকা থেকে বিআর সুপার যাত্রীবাহী নওগাঁগামী বাসে একটি যুবক অস্ত্র ও গুলি নিয়ে আসছে।
এমন খবর পেয়ে হাপানিয়াস্থ নওগাঁ ফিলিং ষ্টেশনের কাছে অবস্থান নিয়ে বিকেলে ৫টার দিকে বিআর সুপার যাত্রীবাহী বাস (যার নং-চট্টগ্রাম-জ-২১৩৪) আসলে থামার জন্য সিগন্যাল দিলে বাসটি থামিয়ে তল্লাশী চালিয়ে ৩৬নং সিটে বসে থাকা যাত্রী হোসেন আলী মন্ডলের কোমরে রাবার দিয়ে বিশেষ ভাবে বাধা ৩টি বিদেশী পিস্তল ও ১২ রাউন্ড তাজাগুলিসহ গাড়ীর ড্রাইভার ও হেলপারক আটক করা হয়।
পরে মাদকদ্রব্যে পরিদর্শক নিজে বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করলে মামলাটি বিচারের জন্য অত্র আদালতে এলে বিজ্ঞ বিচারক উপরোক্ত আদেশ প্রদান করেন।
মামলাটি রাষ্ট্র পক্ষে পিপি এ্যাডঃ আব্দুল খালেক এবং আসামী পক্ষে এ্যাডঃ অমরেন্দ্রনাথ ঘোষ পরিচালনা করেন।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন