ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে পল্লী বিদ্যুৎ নামকস্থানে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঝুমুর (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝুমুর জগন্নাথপুর এলাকার জামিউলের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী আলাল জানান, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে পল্লী বিদ্যুৎ নামকস্থানে একটি দ্রুতগামী প্রাইভেটকার একটি বাই-সাইকেলকে সাইড দিতে গেলে ঝুমুর নামে ওই শিক্ষার্থী ধাক্কা দেয়। সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে কতর্ব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব