সিরাজগঞ্জের রায়গঞ্জে পুনরায় ময়নাতদন্তের জন্য দাফনের প্রায় ৩ মাস পর কবর থেকে এক বৃদ্ধা নারীর লাশ উত্তোলন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর করবস্থান থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহানাজ আহম্মেদের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। নিহত আমেনা বেগম আয়মনা (৫৭) ওই গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী। গত বছরের ২৩ অক্টোবর তাকে দাফন করা হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মসজিদ উন্নয়নের টাকার হিসাব নিয়ে জয়ানপুর গ্রামে দু’পক্ষের মধ্যে দ্বন্ধ দেখা দেয়ায় গত বছরের ২২ অক্টোবর সন্ধ্যার পর এলাকায় শালিস বসে। শালিসে মারপিটের ঘটনায় উভয়পক্ষে বেশকয়েকজন আহত হলে ওই শালিস পন্ড হয়ে যায়। একই রাত ৩টার দিকে আব্দুল বাতেনের স্ত্রী মারা যায়। শালিসের মারপিটের সময় লাঠির আঘাত লাগায় স্ত্রী আমেনা বেগম আয়মনা’র মৃত্যু হয়েছে দাবি করে পরের দিন আব্দুল বাতেন থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হলে পরিবারের লোকেরা লাশ দাফন করেন।
এ অবস্থায় ময়নাতদন্ত সঠিক হয়নি দাবি করে আব্দুল বাতেন পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করার করতে সম্প্রতি আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে নিহতের লাশ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন