সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
নিহত স্বপন আহমদ আলম (৩২) সুনামগঞ্জের তাহিরপুরের মৃত আমির হোসেনের ছেলে। তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাঠানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ফেঞ্চুগঞ্জ সারকারখানা থেকে সার নিয়ে একটি ট্রাক শহরের দিকে আসছিল। পাঠানপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার তিন যাত্রী।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন