চট্টগ্রামের পটিয়া উপজেলায় পরিবারের সাথে অভিমান করে ছাদেকা বেগম (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে বাড়ির একটি কক্ষে আত্মহত্যা করেছেন বলে জানান পটিয়া থানার এসআই মোহাম্মদ কামরুল। ছাদেকা জিরি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলমগীরের স্ত্রী। একই উপজেলার ৮ নম্বর বরলিয়া ইউনিয়নের মাইজপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর মেয়ে ছাদেকার সঙ্গে ২০১৪ সালের ডিসেম্বরে আলমগীরের বিয়ে হয়।
এসআই মোহাম্মদ কামরুল বলেন, অভিমান করে ছাদেকা নিজের বেড রুমে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। কক্ষের দরজা ভেঙে পরিবারের সদস্যরা প্রবেশ করলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। তবে উভয় পরিবারের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয় বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন