চাঁদপুরের হাইমচরে ঘনকুয়াশায় বালুবাহী কার্গোর ধাক্কায় ৬০ যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারের ৮ যাত্রী নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
নিখোঁজরা হলেন- আলেয়া বেগম (২৫), সিয়াম (৮), স্বর্ণা(৪), শাহাজাদী (৩০), নার্গিস (৮), মানিক (৪), রতন(আড়াই বছর), ফাহিম (২)।
এরা সবাই হাইমচর উপজেলার চর ভৈরবী, চরভাঙ্গা ও মৃধাকান্দি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের কর্মকর্তা রতন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা হওয়ার কারণে নিখোঁজদের উদ্ধার অভিযান বন্ধ রয়েছে।
সকাল ১০টায় হাইমচর উপজেলার তেলির মোড় এলাকায় ট্রলারটি মেঘনার পশ্চিম পাড় ইশানবালায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন