মুন্সীগঞ্জে ম্যাগজিন ভর্তি একটি পিস্তলসহ মো. রাজু (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকা থেকে তাকে আটাক করা হয়।
থানার এস আই মো. সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজুকে চ্যালেঞ্জ করে শরীরে তল্লাশি চালিয়ে ম্যাগাজিন ভর্তি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তবে কত রাউন্ড গুলি ছিলো তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ কর্মকর্তা। রাজুকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব